আর তর সইছে না রোহিতের

Rohit Sharma
ফাইল ছবি: এএফপি

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি সময়ে হাঁপিয়ে উঠেছেন ভারতের রোহিত শর্মা। ক্রিকেট ছাড়া এতটা লম্বা সময় তার জন্য হয়ে গেছে বিষময়। সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির সঙ্গে আলাপে জানান মাঠে নামতে আর তর সইছে না তার। অন্তত ইনডোরে ক্রিকেট খেলতে পারলেও শান্তি পেতেন তিনি।

সেই মার্চ থেকেই ক্রিকেট নেই। নেই কোন ধরণের অনুশীলনও। করোনার কারণে সবকিছু হয়ে আছে স্থবির। কবে সব স্বাভাবিক হবে তারও কোন ঠিক নেই।

একটি চ্যানেলে ব্রেট লির সঙ্গে লাইভ আড্ডায় যোগ দিয়ে নিজের অস্থিরতা লুকোতে পারেননি সীমিত পরিসরের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত, ‘যদি ইনডোর ক্রিকেটটা খেলতে পারতাম তাও হতো। কিন্তু মুম্বাইয়ে আমাদের সে অবস্থাও নেই। সবাইকে নিজ নিজ অ্যাপার্টমেন্টেই আটকে থাকতে হচ্ছে।’

অস্ট্রেলিয়ার লিদের বাড়িগুলোর ফাঁকা জায়গার প্রসঙ্গ টেনে রোহিত জানান মুম্বাইয়ে তাদের জীবন কতটা সীমাবদ্ধ,  ‘আমাদে বাড়ির পেছনে ফাঁকা জমি নেই যে সেখানে ক্রিকেট খেলব। তোমাদের মতো ভাগ্যবান না আমরা।’

‘মুম্বাইয়ে ফাঁকা জায়গাসহ বাড়ি কিনতে বিশাল অর্থ লাগে। আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি, ভাগ্য ভাল সেখানে একটা বারান্দা আছে। ট্রেনারের দেওয়া পরামর্শ মেনে কিছুটা ফিটনেসের কাজ করি। জিমগুলো খুলার অপেক্ষায় আছি। তাহলে সেখানে যেতে পারব।’

ওয়ানডে সর্বোচ্চ তিনটা ডাবল সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যান জানান ব্যাট দিয়ে বল পেটাতে না পারায় অস্থির হয়ে উঠেছেন তিনি,   ‘কত দিন দিন যে ব্যাট দিয়ে বল মারিনি! আমি বড় শট খেলতে ভালোবাসি, কিন্তু সেরকম মারার জায়গা কই। কবে যে আবার মাঠে যাব, ব্যাট দিয়ে বল পেটাব...আর তর সইছে না।’

Comments

The Daily Star  | English

Israel strikes Iran

‘Nuclear plant, military sites’ hit; state of emergency declared in Israel fearing Iranian retaliation

21m ago