৩৮৫ কয়েদি ছাড়া পাচ্ছেন আজ

জনাকীর্ণ কারাগারে চাপ কমাতে এবং করোনাভাইরাস সতর্কতায় ৩৮৫ জন কয়েদিকে আজ রবিবার মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ।

জনাকীর্ণ কারাগারে চাপ কমাতে এবং করোনাভাইরাস সতর্কতায় ৩৮৫ জন কয়েদিকে আজ রবিবার মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল আমরা বিভিন্ন কারাগার থেকে ১৭০ জন কয়েদিকে মুক্তি দিয়েছিলাম এবং আজ দিচ্ছি ৩৮৫ জনকে।’

সম্প্রতি আইন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এক বছরের সাজাপ্রাপ্ত অথবা লঘু পাপে কয়েক মাস ধরে কারাগারে থাকা মোট ২ হাজার ৮৮৪ জন কয়েদিকে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্নেল আবরার বলেন, ‘ধাপে ধাপে বাকিদের মুক্তি দেওয়া হবে।’

গতকাল সারাদেশের কারাগারগুলো থেকে ১৭০ জনকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে দেশের ৬৮টি কারাগারে প্রায় ৯০ হাজারের মতো কয়েদি আছেন। যদিও এসব কারাগারে ৪১ হাজার ২৪৪ জন কয়েদিকে রাখার ধারণক্ষমতা রয়েছে।

এখন পর্যন্ত ১৩ জন কারারক্ষীর করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago