রোহিঙ্গাদের একটি ছোট দলকে ভাসান চরে পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
নৌকায় করে কিছুদিন আগে বাংলাদেশে প্রবেশ করা ছোট একদল রোহিঙ্গাকে ভাসান চর পাঠিয়েছে বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ইউএনবিকে বলেছেন, রোহিঙ্গাদের জন্য সেখানে ভালো সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
রোহিঙ্গা শিবিরগুলোকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিবিরগুলোতে থাকা কোনো রোহিঙ্গার এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি।
ড. মোমেন জানান, সম্প্রতি মিয়ানমার থেকে ছোট নৌকায় করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের খোঁজ পান স্থানীয়রা। পরে বাংলাদেশ কোস্টগার্ড খবর পেয়ে ওই রোহিঙ্গাদের আটক করে।
এভাবে আটক কমপক্ষে ৭০ রোহিঙ্গাকে জাহাজে করে ভাসান চরে পাঠানো হয়েছে বলেও জানান ড. মোমেন।
এই রোহিঙ্গারা দুটি নৌকা থেকে এসেছেন যারা কয়েক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে ভাসছিলেন।
Comments