সিলেটে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
সিলেটের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় দিনমজুর ও শ্রমিকরা।
আজ রবিবার দুপুর ১ টার দিকে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় মেয়র বিক্ষোভকারীদের সবার বাড়িতে দ্রুত ত্রাণ সহায়তা পাঠানোর আশ্বাস দেন। পরে বিক্ষোভ প্রত্যাহার করে সড়েক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।
স্থানীয় ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন জানান, বরাদ্দ পাওয়া ত্রাণ থেকে এখন পর্যন্ত ৪৫০ পরিবারকে সাহায্য করা হয়েছে এবং আরও ৩০০ পরিবারে ত্রাণ বিতরণ চলছে। এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না, পর্যায়ক্রমে সবাই ত্রাণ সহায়তা পাবেন।
এর আগে গতকাল বিকেলে একই ওয়ার্ডের সোনারপাড়া এলাকায় ত্রাণের জন্য বিক্ষোভ করেন স্থানীয়রা। সে বিক্ষোভও মেয়রের আশ্বাসে প্রত্যাহার করা হয়।
Comments