লালমনিরহাটে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন করোনাজয়ী বাবা-ছেলে
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিট ছেড়ে বাড়ি ফিরেছেন লালমনিরহাট সদরের গুড়িয়াদহ গ্রামের বাবা-ছেলে। জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রবিবার দুপুরে সদর হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে তাদের বিদায় দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ফেরত ৩৫ বছর বয়সী বাবার করোনা শনাক্ত হয় গত ১১ এপ্রিল। এর তিনদিন পর ১৪ এপ্রিল করোনা শনাক্ত হয় তার সংস্পর্শে আসা সাত বছরের শিশুপুত্রের। পরিবারের অন্য ৫ সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পিতা-পুত্র দুইজনে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুস্থ হওয়া বাবা জানান, তারা বাবা-ছেলে পাশাপাশি বেডে চিকিৎসাধীন ছিলেন। তারা প্রচুর পরিমাণে কালো জিরা ও মধু খেয়েছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় পিতা ও পুত্রের দুইজনের পর পর দুটি রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে করোনা থেকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা দেওয়া হয়।
Comments