ব্রাহ্মণবাড়িয়ায় কারা চিকিৎসকের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কর্মরত এক চিকিৎসকের করোনা শনাক্ত করা হয়েছে। আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত ওই চিকিৎসককে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক হিসেবে সংযুক্ত করা হয়। নাসিরনগরে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর গত ৩০ এপ্রিল ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্ত হওয়া চিকিৎসককে আইসোলেশনে রাখা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত ১ হাজর ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করে ১ হাজার ২৫৩ জনের ফলাফল প্রকাশ করা হয়। আজ রোববার বিকেল পর্যন্ত এ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪৬। বর্তমানে ২২ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত দুজন মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
Comments