লালমনিরহাটে আগুনে পুড়ল ৫ দোকান
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৯টার দিকে বুড়িমারী বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই পার্শ্ববর্তী আরও চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দোকানের ঘরসহ মালামাল আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের সহায়তায় আমারা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাই। সে সময় প্রায় সাত লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
Comments