১০ লাখ নন-মেডিকেল মাস্ক বিতরণ করছে গ্রামীণ টেলিকম

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সামর্থ্যহীন ব্যক্তিদের কাছে বিনামূল্যে মাস্ক পৌঁছে দিচ্ছে গ্রামীণ টেলিকম।
ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সামর্থ্যহীন ব্যক্তিদের কাছে বিনামূল্যে মাস্ক পৌঁছে দিচ্ছে গ্রামীণ টেলিকম।

সারা দেশে বিনামূল্যে ১০ লাখ পিস কাপড়ের তৈরি মাস্ক সরবরাহ শুরু করেছে এই সংস্থাটি। ইতোমধ্যে ৭২ হাজার পিস মাস্ক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

গ্রামীণ টেলিকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী দেখা যায় কাপড়ের তৈরি বিশেষ করে নিট ফেব্রিকসের (গেঞ্জির কাপড়) তৈরি মাস্ক ব্যবহার করা হলে করোনাভাইরাস সংক্রমণ লক্ষণীয়ভাবে কমে যায়।

এতে আরও বলা হয়, দুই লেয়ার বিশিষ্ট্য নিট ফেব্রিকসের মাস্ক ব্যবহার করা হলে করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি ও কথার মাধ্যমে ছড়ানো ভাইরাসের জীবাণু আটকানো যায়। এতে করে প্রত্যেকে মাস্ক ব্যবহার করলে করোনা আক্রান্ত হওয়া অনেকাংশে কমে যাবে।

এসব নন-মেডিকেল মাস্ক গ্রামীণ ফেব্রিকস এন্ড ফ্যাশানস্ লিমিটেডের কারখানায় তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত ২ লাখ ৫ হাজার পিস মাস্ক উৎপাদন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে ২ লাখ পিস মাস্ক উৎপাদন করা হবে।

Comments