কক্সবাজারে হোটেল থেকে তুরস্কের নাগরিকের মরদেহ উদ্ধার

body recov
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের কলাতলী এলাকার আবাসিক হোটেল থেকে মিসোস ডুরাল বে (৫০) নামে তুরস্কের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কী না জানতে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল রাত ৮ টার দিকে কলাতলীর ‘সুইট সাদাফ’ আবাসিক হোটেল থেকে ওই বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে।

ডুরাল বে উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরে তুরস্কের একটি ফিল্ড হাসপাতালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চার মাস ধরে তিনি রোহিঙ্গা শিবিরে কাজ করছেন। তখন থেকেই তিনি ‘সুইট সাদাফে’র ৭০২ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে তুরস্কের নাগরিকের মরদেহ হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ও বিশেষায়িত জরুরি বিভাগের প্রধান ডা. শাহীন মো. আবদুর রহমান চৌধুরী জানান, পুলিশ হাসপাতালে মরদেহটি নিয়ে এসেছে। করোনা পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ সোমবার করোনা পরীক্ষা ও অন্য পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। মরদেহ হাসপাতালের মর্গের কাছাকাছি একটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। পরীক্ষার পর মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Comments