উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক
করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো শারীরিকভাবে সুস্থ আছেন। করোনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসলেও কোনো শারীরিক উপসর্গ নেই বলে জানান তিনি।
ডা. পার্থ সারথি দত্ত কাননগো দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দোয়া করবেন। টেস্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে, কোয়ারেন্টিনে আছি। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি। তবে শারীরিক কোনো উপসর্গ নেই। এখনও পুরোপুরি সুস্থ আছি।’
তিনি জানান, গত ২৫ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল রবিবার রাত ১০টায় ফোনে জানানো হয়েছে রিপোর্ট পজিটিভ এসেছে। গতকালই আবারও নমুনা সংগ্রহ করা করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পার্থ সারথী বলেন, ‘রোগীদের সেবায় নিয়মিত দায়িত্ব পালন করেছি। এখন তো কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। প্রতিদিন অনেক রোগী আসেন। কারো না কারো মাধ্যমে হয়তো আক্রান্ত হয়ে গেছি।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, পার্থ সারথী বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো। আবারও তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Comments