করোনা থেকে সুস্থ হলেন ২ চিকিৎসক

রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই চিকিৎসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Rangpur Map
স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া দুই চিকিৎসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সোমবার তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারা রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নুরুন্নবী।

তিনি জানান, দুই চিকিৎসকের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। গত ১৮ এপ্রিল পুরুষ ও ১৯ এপ্রিল নারী চিকিৎসকের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর তাদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ ঘণ্টায় পরপর দুইবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

7h ago