নারায়ণগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সুমন মিয়া (২৪) উপজেলার নয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. জাহাঙ্গীর শেখ জানান, দুপুরে মেঘনা নদীর বিশনন্দী ফেরিঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে সুমন ডুব দিয়ে ফেরির নিচে চলে যায়। কিন্তু, সে আর বের হয়ে আসতে পারেনি। প্রায় এক ঘণ্টা পর ফেরির কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা ফেরি সরিয়ে নেয়। পরে স্বজনরা পানিতে তল্লাশি চালিয়ে সুমনকে উদ্ধার করে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ডা. জাহাঙ্গীর শেখ বলেন, ‘সুমনের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পানিতে ডুবেই সুমনের মৃত্যু হয়েছে।’
Comments