নারায়ণগঞ্জ থেকে ৯৪ জন ফিরলেন করোনামুক্ত রাঙ্গামাটিতে

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনার ‘রেড জোন’ নারায়ণগঞ্জ থেকে ৯৪ জন রাঙ্গামাটিতে ফিরে এসেছেন। নারায়ণগঞ্জে বিভিন্ন ইট ভাটায় কর্মরত এই শ্রমিকরা আজ সোমবার সকালে লংগদুতে ফিরেছেন।

আসার পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকার নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকদের লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, গোলটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন ইট ভাটায় শ্রমিকরা কাজ হারিয়ে বাড়িতে ফিরে এসেছে। তারা বেশ কয়েক মাস ধরে নারায়ণগঞ্জে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেছেন।

তিনি আরও জানান, দেশের একমাত্র জেলা রাঙামাটি এখনো করোনামুক্ত রয়েছে। তাই জেলায় যেন করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য ওই শ্রমিকদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, আগামী ১৪ দিন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে পুলিশসহ গ্রাম পুলিশ সদস্যরা কাজ করবেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইতোমধ্যে ৬৩ জেলায় ছড়িয়ে পড়লেও একমাত্র একমাত্র করোনামুক্ত জেলা হিসেবে টিকে রয়েছে রাঙামাটি।

Comments

The Daily Star  | English
NBR officers retired by government

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago