নারায়ণগঞ্জে ৫৪ পুলিশ সদস্য আইসোলেশনে, সুস্থ হয়েছেন ৩ জন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক, উপপরিদর্শক ও কনস্টেবলসহ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এরমধ্যে তিন জন সুস্থ হয়েছেন বাড়ি ফিরেছেন।
আজ সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুইজন পরিদর্শক, কয়েকজন উপ-পরিদর্শক ও কনস্টেবলসহ পুলিশের আক্রান্ত ৫৭ জনের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আরও ১০ জনের প্রাথমিক অবস্থায় রিপোর্টে নেগেটিভ এসেছে। কিন্তু, তারা ছাড়া পাননি। তাদের আবারও পরীক্ষা করাতে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইন্স ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সবাই সুস্থ আছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে কোন উপসর্গ ছিল না। তারা সামাজিক দূরত্ব নিশ্চিতসহ নানা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন তাই নমুনা পরীক্ষা করা হয়। তখন তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।’
জায়েদুল আলম বলেন, ‘আমার গাড়ি চালক ও বডিগার্ড আক্রান্ত হয়েছেন। আমার কাছের একজন অফিসার আক্রান্ত হয়েছেন। তাই রোববার আমি নমুনা দিয়েছি। কিন্তু, এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি। তবে আমি সুস্থ আছি।’
Comments