সুবর্ণচরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, বাড়ি লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা সুলতানা জানান, ৪০ বছর বয়সী ওই নারী গত ৮-১০ দিন ধরে জ্বর, গলা ব্যথার সঙ্গে শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু, তার পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে বাড়িতে রাখেন। আজ সোমবার বিকাল ৩ টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই নারী। পরে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেশীরা পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের কাছে অভিযোগ করেন। খবর পেয়ে, চর জব্বার থানা পুলিশ, সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে যান। মৃত নারীর ও তার স্বামী এবং দুই ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সংগ্রহকৃত নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হবে বলে তিনি জানান।

সুবর্ণচরের উপজেলা নির্বাহী অফিসার এসএম ইবনুল হাসান জানান, ওই বাড়িটি সোমবার বিকালে লকডাউন ঘোষণা করে বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, ওই পরিবারের লোকজনদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Only experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

15m ago