করোনায় মৃত্যু: ১৪ ঘণ্টা পর পুলিশের সহায়তায় গৃহবধূর দাফন

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৫টায় মারা যান রাজবাড়ীর গৃহবধূ আইভি আক্তার (২২)। মৃত্যুর পর মরদেহ প্রথমে গোয়ালন্দে শ্বশুড়বাড়িতে ও পরে ফরিদপুরে বাবার বাড়িতে দাফনের জন্য নেওয়া হলেও এলাকাবাসীর বাধায় সম্ভব হয়নি।

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৫টায় মারা যান রাজবাড়ীর গৃহবধূ আইভি আক্তার (২২)। মৃত্যুর পর মরদেহ প্রথমে গোয়ালন্দে শ্বশুড়বাড়িতে ও পরে ফরিদপুরে বাবার বাড়িতে দাফনের জন্য নেওয়া হলেও এলাকাবাসীর বাধায় সম্ভব হয়নি।

পরে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের হস্তক্ষেপে ফরিদপুরে আইভির বাবার বাড়িতে দাফন করা হয় সন্ধ্যা ৭টার দিকে।

করোনায় মারা যাওয়া আইভি আক্তারের একটি শিশু সন্তান রয়েছে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট আইভি।

আইভির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন আইভি। পরে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। রোববার ভোরে আইভির মৃত্যুর পর মরদেহ নিয়ে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরা গোয়ালন্দে চৌধুরীপাড়া মহল্লার বাড়িতে গেলে এলাকার লোকদের বাধার সম্মুখীন হন তারা। এলাকাবাসী আইভিকে ওই এলাকায় দাফন করা যাবে না বলে জানায়। পরে আইভির মরদেহ ফরিদপুরের দয়ারামপুরে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানেও এলাকাবাসী বাধা দেয় ও বাড়িটি ঘিরে রাখে।

এ অবস্থায় এগিয়ে আসে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। রাত সাড়ে ৭টার দিকে মৃত্যুর সাড়ে ১৪ ঘণ্টা পর সামাজিক দূরত্ব বিধি মেনে আইভির জানাজা ও দাফন দেওয়া হয় বলে জানান ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ।

তিনি জানান, আইভির মরদেহ দয়ারামপুরে বাবার বাড়িতে নিয়ে আসার পর ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Comments