পরিবারের সদস্যের করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে শেবাচিম অধ্যক্ষ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাসের পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যে কারণে অধ্যক্ষ বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
বর্তমানে হাসপাতালের নাক–কান–গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. এসএম সরোয়ার আলম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস। কিন্তু, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
শেবাচিমের প্রধান সহকারী দীপক চন্দ্র বলেন, ‘পিসিআর ল্যাবে পরিবারের এক নারী সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় অধ্যক্ষ দুই সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিনে গিয়েছেন। গত ৩ মে থেকে হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. এসএম সরোয়ার আলম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।’
এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি দীপকও।
Comments