শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ছে ৩০ মে পর্যন্ত
আগামী ৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পবিত্র রমজান মাস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদের জন্য এই ছুটি কার্যকর থাকবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মাহবুব হোসেন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এ বিষয়ে শিগগির একটি আদেশ জারি করা হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এরপর, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা জানান।
Comments