আদালত ১৬ মে পর্যন্ত বন্ধ
করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির বিষয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের চলমান ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত দেশের সব আদালত বন্ধ থাকবে।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৬ মে আদালত বন্ধ থাকবে এবং ৮, ৯, ১৫ ও ১৬ মে সাপ্তাহিক ছুটি, এই ছুটির সঙ্গে যোগ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে এই পর্যন্ত ছয় বার বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
Comments