ফরিদপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষা ল্যাব সূত্রে আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় ২১ জনের করোনা শনাক্ত হলো।
যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুজন নারী। এদের একজনের বাড়ি বোয়ালমারীতে। তিনি স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। তার স্বামী মারা গেলে গত সোমবার তিনি বাড়িতে আসেন।
অপর নারী গোয়ালচামট এলাকার বাসিন্দা। তবে তার ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। করোনা শনাক্ত তৃতীয়জন ২৪ বছরের এক তরুণ। ১৫ দিন আগে সিলেট থেকে তিনি চরভদ্রাসনের বাড়িতে ফেরেন।
তিন জনের করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, আগামীকাল তাদের ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।
Comments