সাতক্ষীরায় নারায়ণগঞ্জফেরত একজনের করোনা শনাক্ত
সাতক্ষীরায় নারায়ণগঞ্জফেরত একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট আসে জেলা সিভিল সার্জন অফিসে। এ নিয়ে সাতক্ষীরায় দুজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, দেবহাটা উপজেলার সখিপুর এলাকার একজন কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তাকে সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ থাকায় গত রোববার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ তার করোনা শনাক্তের খবর এসেছে।
তিনি আরও জানান, আক্রান্ত ওই ব্যক্তি এখনও কোয়ারেন্টিনে আছেন। ওই কলেজ ভবনটি লকডাউন করা হবে বলে তিনি জানান।
গত ৩০ এপ্রিল বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মকর্তার (৩৫) করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
Comments