হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করেছে। তিনি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তিনি গত চার-পাঁচ দিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও গলা ব্যথায় ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এসব সমস্যা নিয়ে তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত সাড়ে আটটার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিস্তি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেছি।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

6h ago