টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন— হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আব্দুল মজিদের দুই ছেলে নুরুল আলম (৪০) ও সৈয়দ আলম (৩৫) এবং একই এলাকার ছব্বির আহমদের ছেলে আব্দুল মোনাফ (২০)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বুধবার ভোররাত ৩টার দিকে রঙ্গিখালীর কাছে পাহাড়ে বন্দুকযুদ্ধ হয়। পুলিশ জানতে পারে, রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এই তথ্য পেয়ে পুলিশের একটি দল ডাকাতদের আস্তানা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের তারা গুলি চালায়। এতে চার কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৪ ঘণ্টা এই অবস্থা চলে। পরে সশস্ত্র ডাকাতরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তিন জনের মরদেহ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘নিহত সবাই সশস্ত্র ডাকাত দলের সদস্য। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি বন্দুক, দুই শতাধিক গুলি এবং ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হবে। আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’
Comments