করোনায় ভারতে আটকে পড়া আরও ১৩৫ বাংলাদেশি ফিরেছেন বেনাপোল দিয়ে
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে কোলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে আটকে যাওয়া আরও ১৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন।
বেনাপোল চেকপোস্ট দিয়ে এ নিয়ে গত ৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত এক হাজার ৩৩০ বাংলাদেশি পর্যায়ক্রমে দেশে ফিরলেন বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান কবির বলেন, ‘ফেরত আসা ১৩৫ জন বাংলাদেশিকে বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে যায়।’
বেনাপোল চেকপোস্টের মেডিকেল অফিসার শুভংকর কুমার বলেন, ‘ভারত থেকে ফেরত আসা ১৩৫ পাসপোর্ট যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন রাখা হবে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রমণ নেই বলে নিশ্চিত হওয়া যায় তাহলে সরাসরি বাড়ি চলে যাবে।’
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক একটি মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছি।’
ভারতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে ভারতের বিভিন্ন শহরে আটকা পড়া অনেক বাংলাদেশি সড়ক পথে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। দেশটিতে আটকা পড়া আরও বাংলাদেশি ফেরত আসার অপেক্ষায় রয়েছেন।
Comments