যশোরে ৫ বছরের শিশুর করোনা শনাক্ত

যশোরে ৫ বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। গত ৪ এপ্রিল শিশুটির দাদার করোনা শনাক্ত হয়েছিল।

যশোরে ৫ বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। গত ৪ এপ্রিল শিশুটির দাদার করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ জানান, যশোরের ১৩টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ এসেছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, আক্রান্ত শিশুর ৭০ বছর বয়স্ক দাদার গত ৪ এপ্রিল করোনা শনাক্ত হয়। পরে ওই পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা দশ জনের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনাগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলে আজ রিপোর্ট আসে।

 

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago