ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য বিতরণ করছে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে পাঠানো খাদ্য সহায়তা বিতরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
আজ বুধবার জেলার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়নগর উপজেলার ধোরানাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ছয় কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি ছোলা, আধা লিটার তেল, এক প্যাকেট সুজি ও ৫০০ গ্রাম লবণ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, ৫ মে থেকে ৯ মে পর্যন্ত এই কার্যক্রমে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
Comments