চাঁদপুরে খাদ্য সহায়তা কার্ডের ভাগাভাগি নিয়ে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ

চাঁদপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচীর কার্ডের ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের ১০-১২ জন আহত হন।

চাঁদপুরে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচীর কার্ডের ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে উভয় গ্রুপের ১০-১২ জন আহত হন।

আজ বুধবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওড় বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, করোনাভাইরাস জনিত লকডাউন পরিস্থিতির কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নের ভুক্তভোগী লোকজনের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ১১ হাজার ৩০০টি কার্ডের প্রতিটির জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান জানান, তার ইউনিয়নে বিশেষ রেশন কার্ডের ৭৪৬টি বরাদ্দ দেওয়া হয়। গতকাল ইউনিয়ন পরিষদ সভায় ইউনিয়নে বরাদ্দকৃত কার্ডের মধ্যে ৪০ ভাগ ইউনিয়ন পরিষদের জন্য রেখে বাকি ৬০ ভাগের মধ্যে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধির ৩০ ভাগ, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধির ২০ ভাগ, ইউনিয়ন আওয়ামী লীগের জন্য ১০ ভাগ কার্ড বরাদ্দের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের ১০ ভাগ কার্ড নিয়ে দুই ইউপি সদস্য আলমগীর হোসেন বাবুল ও টেলু পাটোয়ারীর মধ্যে হাতাহাতি হয়।

স্থানীয়রা জানায়, টেলু পাটোয়ারী বর্তমান সংসদ সদস্য গ্রুপের এবং আলমগীর হোসেন বাবুল উপজেলা চেয়ারম্যান গ্রুপের অনুসারী।

স্থানীয়রা আরও জানায়, গতকালের হাতাহাতির জের ধরে আজ দুপুরে দুই গ্রুপ প্রস্তুতি নিয়ে গোয়ালভাওড় বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে গোয়ালভাওড় বাজারকে রণক্ষেত্রে পরিণত করে। এতে উভয় পক্ষের তারেক, রুবেল, রাসেল, মজিব, সোহাগসহ ১০-১২ জন আহত হন।

এসময় এক পক্ষ বাজারের নাহিদ ডির্পাটমেন্টাল স্টোরসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। নাহিদ ডির্পাটমেন্টাল স্টোরের মালিক সোহেল জানান, বাজারে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে একটি পক্ষ তার দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তার ভাই জুয়েল হোসেনকে বেদম মারধর করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য ও আওয়ামী লীগের একপক্ষের অনুসারী আলমগীর হোসেন বাবুল জানান, আজ দুপুরে সংসদ সদস্য গ্রুপের লোকজন তাকে বেদম মারধর এবং তার বাড়িতে হামলা করেছে।

সংসদ সদস্য গ্রুপের অনুসারী টেলু পাটোয়ারী জানান, গতকাল তার ওপর হামলার ঘটনায় আজ দুপুরে বিচার হওয়ার কথা ছিল। উভয়পক্ষ ইউনিয়ন পরিষদে অবস্থান নেয়। এরপর উভয় গ্রুপ মারামারি শুরু করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, কার্ড ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago