নড়াইলে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
নড়াইলের কালিয়া উপজেলায় খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলী খাঁ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও অন্তত দুই জন।
গতকাল বুধবার বিকালে উপজেলার চরবল্লাহাটি গ্রামে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পূর্ব দক্ষিণ সীমান্তে প্রবাহিত আঠারোবাকি নদীর চরের খাসজমি দখল নিয়ে ওই গ্রামের মৃত মসলেম ঠাকুরের ছেলে আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খাঁর ছেলে আলী খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বিকাল ৪টার দিকে আজিজুল ও তার সমর্থকরা খাস জমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলী খাঁসহ অন্তত তিন জন আহত হন। গুরুতর আহত আলীসহ কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে আলী খাঁর মৃত্যু হয়।
নড়াগাতি থানার ওসি রোকসানা খানম বলেন, ‘কিছু খাসজমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলী খাঁ। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
Comments