স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় এক গৃহবধূর মুখ থেতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূ রাবেয়া বসরী (২০) ওই এলাকার আফজাল হোসেনের স্ত্রী।
আজ বৃহষ্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাবেয়ার মৃত্যু হয়।
ঘটনার পর স্বামীসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
রাবেয়ার বাবা জহিরুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর আগে প্রতিবেশী ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সঙ্গে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে মেয়ের সঙ্গে আফজাল ও ওই পরিবারের অন্যান্য লোকদের বাকবিতণ্ডা হত।’
‘ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে আফজাল একই ঘটনায় মেয়ের চুল ধরে দেয়ালে মাথা ঠুকিয়ে মুখ থেতলে দেয়। এতে সে অজ্ঞান হয়ে যায়। পরে আফজালের বাবা ফজলুল হক ফোনে তার মেয়ের জ্ঞান হারানোর সংবাদ দেন।’
‘সংবাদ পেয়ে মেয়েকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়,’ যোগ করেন জহিরুল।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লোকজন অভিযোগ দায়ের করলে আমলে নিয়ে নিয়মিত মামলা হবে।’
Comments