মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে সাময়িক বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
এখন পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ১০ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।
তবে জরুরি বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন, ডায়ালাইসিস সেবা চালু থাকবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
হাসপাতাল বন্ধ থাকার সময় নির্দেশনার মধ্যে রয়েছে:
• করোনা আক্রান্ত ছাড়া অন্য রোগী ভর্তি করা যাবে না।
• বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ ও অপারেশন বন্ধ থাকবে।
• জরুরি সেবা প্রদানকারীরা থাকা-খাওয়ার নির্ধারিত স্থানে অবস্থান করে জরুরি সেবা দেবেন।
• আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের দেখভালের দায়িত্ব দুই জন চিকিৎসক পালন করবেন।
• পরপর ৩ দিন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।
• এই সেবাগুলো রোস্টার করে চালানো হবে।
যেসব বিভাগ চালু থাকবে
• জরুরি বিভাগ, ফিভার কর্নার, করোনা আইসোলেশন ও ডায়ালাইসিস সেবা চালু থাকবে।
• প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
আরও পড়ুন:
Comments