উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী রহমতেরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত যুবক মাদক চোরাকারবারি ছিলেন। এ ছাড়া, ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, সীমান্তবর্তী রহমতেরবিল এলাকায় বিজিবির একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দ্রুত পালাতে দেখে থামার জন্য সংকেত দেয়। সে সময় কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। বিজিবিও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি শুরু করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত যুবক একজন রোহিঙ্গা মাদক চোরাকারবারি। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
Comments