লালমনিরহাটে খাদ্য সহায়তা পেল ৭০০ শ্রমিক

জেলা স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব মেনে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: এস দিলীপ রায়

লালমনিরহাটে নির্মাণ ও পরিবহন শ্রমিকসহ ১৫ টি শ্রমিক সংগঠনের ৭০০ শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মাঠে শ্রমিকদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল ও দুই কেজি আলু দেওয়া হয়।

নির্মাণ শ্রমিক নেতা আব্দুল মজিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কর্মহীন শ্রমিকদের বিক্ষোভের পরে উপজেলা প্রশাসন এ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। কিন্তু, এখনো অধিকাংশ শ্রমিক সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত আছে। এসব কর্মহীন শ্রমিককে পর্যায়ক্রমে সরকারি ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago