ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বরগুনায় ২ সাংবাদিক কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বরগুনার স্থানীয় দুই সাংবাদিকসহ গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই চার জন হলেন— নিউজ টোয়েন্টিফোর ও বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সুমন শিকদার, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের বরগুনা প্রতিনিধি মীর জামাল, রমিজ জাবের টিংকু ও ছগির হোসেন।

ওসি জানান, দুই নারীকে হেনস্তা করে ভিডিও ইউটিউবে প্রকাশের অভিযোগে মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মামলায় সাত জনের নাম উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, আসামিরা তার ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা, বানোয়াট গুজব ছড়িয়েছেন।

Comments

The Daily Star  | English

Rizvi criticises removal of Bangabandhu's photo from Bangabhaban

President Khandaker Mushtaq Ahmed had removed the photo of Mujib but Ziaur Rahman reinstalled it following the November 7 Sipahi-Janata Biplob

24m ago