জামালপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
জামালপুরে এক চিকিৎসক, পাঁচ নার্স ও তিন স্বাস্থ্যকর্মীসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১০৩ জন।
আজ বৃহস্পতিবার জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী মেডিকেল অফিসারের আজ করোনা শনাক্ত হয়েছে। তাকে নিয়ে এ পর্যন্ত জেলার মোট ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এ ছাড়া, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ নার্স ও এক স্বাস্থ্যকর্মী এবং অপর একটি বেসরকারি ক্লিনিকের দুই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, জেলায় আজ শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তিন কর্মচারিসহ সদর উপজেলার ১০ জন। এর বাইরে, ১২ বছরের এক কিশোরসহ ইসলামপুর উপজেলার তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
Comments