হবিগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
হবিগঞ্জের মাধবপুরে কানাই ঋষি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কানাই ঋষি পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি জানান, ঘটনার পর দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় রাম প্রসাদ ও ভানু ঋষি নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাম প্রসাদ দুষ্টুমি করে কানাই ঋষিকে ‘পাগল’ বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রাম প্রসাদকে থাপ্পড় মারেন কানাই। পরে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করা হয়। কিন্তু, রাম প্রসাদের ক্ষোভ রয়ে যায়। এরই জের ধরে গতকাল রাতে রাম প্রসাদ কয়েকজন সহযোগী নিয়ে কানাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে কানাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ রাম প্রসাদ ও ভানু নামে দুই জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comments