সিলেটে আইসোলেশন সেন্টারে ২ জনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে তাদের মৃত্যু হয়।
sylhet_8.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে তাদের মৃত্যু হয়।

তাদের মধ্যে ৫০ বছর বয়সী একজন পুরুষ হৃদরোগে ভুগছিলেন এবং অপরজন ৩০ বছর বয়সী নারীর যক্ষ্মা ও লিভারের সমস্যা ছিল বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

মারা যাওয়া বৃদ্ধ সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে গতকাল আইসোলেশন সেন্টারে এসে ভর্তি হন এবং নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা নারী দুপুর ১২টার দিকে আইসোলেশন সেন্টারে আসেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বৃদ্ধ পুরুষের হৃদরোগের সমস্যা নিশ্চিত থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে না। তবে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।’

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

4h ago