ঈদের আগে খুলছে না সিলেটের বিপণিবিতান

sylhet_8.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

করোনার সংক্রমণ প্রতিরোধ ও মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

আজ শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা। কেবল পোশাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সবধরণের দোকান ও বিপণিবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ প্রসঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের ব্যবসায়ীরা ব্যবসার আগে মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছেন। জাতীয় এ দুর্যোগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন তা প্রমাণ করেছেন। এখন যেভাবে নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ দিনের বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলসহ প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

16h ago