ভারতে ট্রেনে কাটা পড়ে ১৫ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

India-1.jpg
ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রে মালবাহী ট্রেনে কাটা পড়ে ১৫ জন ঘুমন্ত শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানায়, আজ শুক্রবার সকালে আওরঙ্গবাদ জেলায় এ দুর্ঘটনা ঘটে। লকডাউনের মধ্যে মধ্যপ্রদেশের কয়েকজন শ্রমিক হেঁটে মহারাষ্ট্রের জালনা থেকে বুসাভাল যাচ্ছিলেন। মাঝপথে ক্লান্ত হয়ে আওরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে রেললাইনের ওপর তারা ঘুমিয়ে পড়েন।

দেশটির রেল মন্ত্রণালয়ের টুইটবার্তায় বলা হয়েছে, ভোরের দিকে রেললাইনের ওপর শ্রমিকদের দেখে চালক পণ্যবাহী ট্রেনটি থামাতে চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সেটি বদনাপুর ও কর্মদ স্টেশনের মাঝামাঝি পার্বণী-মন্মদ সেকশনে শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়। এ ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শ্রমিকদের এ দলটিতে মোট ২০ জন ছিলেন। তাদের ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোক্ষদা পাতিল বলেন, ‘ভয়ঙ্কর মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য অন্য চার জনকে কাউন্সিলিং করা হচ্ছে।’

মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Yunus sets December deadline for polls preparations

Says presiding or polling officers in past three elections should not be reappointed to the same roles where possible

6m ago