অনুমোদন পেল পাঁচ বদলি খেলোয়াড়ের প্রস্তাব

ছবি: এএফপি

প্রস্তাবটা আগেই দিয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে অপেক্ষায় ছিল অনুমোদনের। অবশেষে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) তরফ থেকে মিলেছে অনুমোদন। চলতি বছর পর্যন্ত তিন জনের জায়গায় পাঁচ খেলোয়াড় বদল করতে পারবে ফুটবল ক্লাবগুলো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমানে স্থগিত গোটা বিশ্বের সব ফুটবল লিগ। তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ফুটবল মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে লিগ কর্তৃপক্ষরা। বেশ কিছু লিগ শুরুও হয়ে গেছে। তবে করোনার কারণে মাঝে লম্বা সময় নষ্ট হওয়ায় ঘাটতি পোষাতে ঠাঁসা সূচিতে খেলতে হবে ক্লাবগুলোকে। টানা খেলার ধকলের কারণে বাড়তি চাপে থাকবেন খেলোয়াড়রা। বাড়বে ইনজুরির ঝুঁকিও। এ সকল দিক চিন্তা করে বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব মেনে নিয়েছে আইএফবি।

এক বিবৃতিতে আইএফএবি  জানিয়েছে, 'খেলোয়াড়দের রক্ষা করার জন্য দেওয়া ফিফার প্রস্তাবে সাময়িক পরিবর্তন আনার পক্ষে রাজি হয়েছে আইএফএবি। যেসব প্রতিযোগিতা শুরু হয়েছে বা শুরু হবে তবে শেষ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে, এমন ম্যাচগুলোর ক্ষেত্রে আইএফএবি ফিফার প্রস্তাব অনুযায়ী আইনের তৃতীয় ধারায় পরিবর্তন আনছে। এতে প্রতিটি দল সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় নামাতে পারবে।'

তবে পাঁচ বার খেলোয়াড় বদল করতে পাড়লেও খেলা থামাতে পারবে তিনবারই। সেক্ষেত্রে কমপক্ষে দুইবার দুই জন করে খেলোয়াড় বদল করতে হবে ক্লাবগুলোকে। বে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের। সেক্ষেত্রে চাইলে আগের মতো নিয়মও বহাল রাখতে পারবে লিগ কর্তৃপক্ষ। এছাড়া বর্তমান প্রচলিত ভিএআর ব্যবহার চাইলে বন্ধ করতে পারবে সংশ্লিষ্ট আয়োজকরা।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শুরু হয়েছে কোরিয়ান কে-লিগ। এশিয়ার মধ্যে তাইওয়ান ও তুর্কমেনিস্তানেও ফুটবল চলছে। চলছে বুরুন্ডি, কোস্টারিকা ও নিকারাগুয়াতেও। ইউরোপের মধ্যে লিগ শুরু করেছে পোল্যান্ড। ১৬ মে থেকে মাঠে গড়াবে জার্মান বুন্ডেসলিগা। এছাড়া বুলগেরিয়া ও হাঙ্গেরি লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই শুরু হতে পারে অস্ট্রেলিয়ান লিগও। এছাড়া অনুশীলন শুরু করেছে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সেরি আ লিগের ক্লাবগুলো।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

10h ago