দুই উপজেলায় ৩৩টি বাড়ি লকডাউন

Lalmonirhat_Lockdown
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের দুই উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোড় বালাপুকুর গ্রামের আটটি ও হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ির বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

আজ শনিবার সকালে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল শুক্রবার বিকালে বাড়িগুলো লকডাউনের আওতায় আনা হয়। ওই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, প্রশাসন তাদের পাশে থাকবে।

কুমিল্লা ফেরত এক নারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

BNP leads among potential young voters, followed by Jamaat and NCP: survey

The survey, titled "Youth in Transition", was conducted jointly by SANEM and ActionAid

29m ago