দুই উপজেলায় ৩৩টি বাড়ি লকডাউন
লালমনিরহাটের দুই উপজেলার ৩৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের দৈলজোড় বালাপুকুর গ্রামের আটটি ও হাতীবান্ধার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ির বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
আজ শনিবার সকালে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল শুক্রবার বিকালে বাড়িগুলো লকডাউনের আওতায় আনা হয়। ওই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, প্রশাসন তাদের পাশে থাকবে।
কুমিল্লা ফেরত এক নারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ২৫টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
Comments