নারায়ণগঞ্জে করোনার নমুনা সংগ্রহ বুথ স্থাপন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্রাকের সহায়তায় সিটি করপোরেশনের বন্দর আঞ্চলিক অফিসে এ বুথের উদ্বোধন করেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শনিবার, সোমবার ও বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা হবে। এখানে প্রতিদিন ১৫ টি নমুনা সংগ্রহ করা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, ‘বন্দরবাসীর জন্য মেয়র সেলিনা হায়াৎ আইভী এ বুথের ব্যবস্থা করেছেন। যেহেতু প্রতিদিন বিকাল তিনটার আগে নমুনা ল্যাবে পাঠাতে হয়। তাই আপাতত দিনে ১৫ টি নমুনা সংগ্রহ করা হবে। পরে এই সংখ্যা বাড়ানো হবে। আমরা এখানে স্বাস্থ্যসেবাও দিবো।’
কাউন্সিলর দুলাল প্রধান বলেন, ‘আপাতত ১৫ থেকে ২০টি করে নমুনা সংগ্রহ করা হবে। এ সংখ্যা আরও বেশি হলে ভালো হবে। বিষয়টি বিবেচনার জন্য আমি আমি মেয়রের কাছে অনুরোধ করব।’
Comments