ময়মনসিংহে র্যাবের হাতে অস্ত্রসহ আটক ৭
ময়মনসিংহে নগরীর পুরোহিতপাড়া থেকে অস্ত্রসহ সাত জনকে আটক করেছে র্যাব-১৪।
আজ শনিবার র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এফতেখার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল এফতেখার উদ্দিন জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পুরোহিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজ ভোরে ওই সাতজনকে আটক করা হয় বলে র্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলভার, তিনটি ম্যাগাজিন, দুটি একনলা বন্দুক, অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, রাইফেলের টেলিস্কোপিং সাইট, সাতটি রামদা, চারটি ছুরি ও একটি চাপাতি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা ও কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লে. কর্নেল এফতেখার উদ্দিন।
আটককৃতরা হলেন- ইয়াছিন আরাফাত শাওন (৩৬), মাসুদ পারভেজ (৩০), রায়হান আহম্মেদ রাজীব (২৮), মানিক মিয়া (২৭), হৃদয় আহম্মদ রাজীব (১৮), মো. রাজীব (৩০) ও বাপ্পি খান (৩৬)।
Comments