স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
কক্সবাজার জেলা শহরের পূর্ব কুতুবদিয়া পাড়ায় গতকাল শনিবার রাতে রোহিঙ্গা স্বামীর বেপরোয়া নির্যাতনে অন্তঃসত্ত্বা স্ত্রী মারা গেছে।
জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার মরিচ্যাঘোনা গ্রামের স্থায়ী বাসিন্দা ও নিহত নারীর বাবা মীর আহমদ জানান, গত পাঁচ বছর আগে তার মেয়ে আনোয়ারা বেগমকে (২৩) বিয়ে করে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া যুবক আবদুস শুক্কুরের ছেলে নূর হোসেন।
বিয়ের পর নূর হোসেন কাজের সূত্রে কক্সবাজার এসে পূর্ব কুতুবদিয়া পাড়ায় স্ত্রীসহ ভাড়া বাসায় ওঠেন।
গত তিন বছর আগে তাদের সংসারে এক কন্যা সন্তান জন্ম হয়। বিয়ের পর থেকে নূর হোসেন আনোয়ারাকে শারীরিক নির্যাতন করে আসছিলো। এ কারণ আনোয়ারা কয়েকবার বাপের বাড়ি চলে যায়। বার বার ভালো ব্যবহারের আশ্বাস দিয়ে নূর হোসেন স্ত্রীকে নিয়ে আসতো।
গতকাল শনিবার নূর হোসেন বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত চার দফা নির্মম ও বেপরোয়া নির্যাতন চালায় স্ত্রীর উপর। নির্যাতনের এক পর্যায়ে আনোয়ারার অবস্থা সংকটাপন্ন হলে নূর হোসেন ও তার স্বজনেরা রাত ৮টার দিকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।
সেসময় মরদেহ ফেলে নূর হোসেন ও তার সঙ্গীরা দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহাজাহান কবির বলেন, ‘এ ঘটনায় নিহত আনোয়ারার বাবা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী নূর হোসেনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
Comments