ভারতীয়দের আইপিএলের বাইরে অন্য লিগ খেলার অনুমতি চান রায়না
আইপিএলের বাইরে বিশ্বের আর কোন ফ্র্যাঞ্চাইজি টি-২০ খেলার অনুমতি নেই ভারতীয় ক্রিকেটারদের। বিসিসিআইর এমন কঠোর বিধিনিষেধ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেলায় যেমন, চুক্তির বাইরের ক্রিকেটার বেলাতেও তেমন সত্য। কিন্তু আইপিএলে কদর কমে যাওয়া আর চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা চান এই নিয়ম শিথিল করা হোক।
শনিবার ইন্সটাগ্রাম লাইভে সাবেক সতীর্থ ইরফান পাঠানের সঙ্গে এক আড্ডায় এমন দাবি তুলেন সুরেশ রায়না।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে নিয়মিত মুখ রায়না। এক সময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু অনেকদিন থেকেই আর জাতীয় দলের ধারেকাছে নেই। আইপিএলেও আগের মতো কদর নেই তার।
রায়নার মতোন এরকম প্রচুর ক্রিকেটার আছেন ভারতে। বিসিসিআইর বিধিনিষেধ শিথিল হলে সিপিএল, বিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আসরে যারা অনায়াসে করে নিতে পারতেন সুযোগ।
রায়না তাই এসব ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দিতে আহবান জানিয়েছেন, ‘আশা করছি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিসিআই আলোচনা করে সমাধান বের করবে। বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের বাইরের লিগ খেলতে দেবে। আমার মনে হয় ইউসুফ (পাঠান), আমি, রবিন উত্থাপা, এরকম অনেকেই আছে যারা বাইরের লিগ খেলতে পারত, সেটা যে লিগই হোক। আমাদের অন্তত দুটো লিগ খেলার অনুমতি দেওয়া হোক।’
এক্ষেত্রে রায়নার যুক্তিও শক্তিশালী, ‘আমরা অনেকেই আছি যারা বিসিসিআইর চুক্তিতে নেই, অনেকের আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তিও নেই, এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটও খেলতে পারছি না। ঘরোয়া অন্য আসরের মান আন্তর্জাতিক পর্যায়ের না। কাজেই দেশের বাইরের লিগ খেলতে পারলে আমাদের তা কাজে লাগত। ’
আরও একটা কারণে অনুমিত চান রায়না। বিদেশি লিগে পারফর্ম করেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার একটা সুযোগও চান তারা, ‘আমরা অন্য দেশের ক্রিকেটারদের যদি দেখি। তারা অনেক লিগে খেলছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর সেসব লিগে পারফর্ম করে আবার ফিরছে। আমরা কেবল আইপিএল খেলছি। বাইরে গিয়ে পারফর্ম করতে পারলে আমাদের ক্রিকেটের উন্নতি হবে।’
Comments