লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় গোয়ালার মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৬১) নামে এক গোয়ালা নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোকছেদ আলী ওই এলাকারই বাসিন্দা।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘মোকছেদ আলী তার নিজ বাড়ি থেকে বাইসাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে দুধ বিক্রি করছিলেন। কাজীরহাট এলাকায় একটি অটোরিকশা তার বাইসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

Comments