চাঁদপুর মডেল থানার ৮ পুলিশ সদস্যের করোনা শনাক্ত
চাঁদপুর সদর মডেল থানার ২২ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় পাঁচ এসআই ও তিন কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সাতা জনের রিপোর্ট নেগেটিভ ও বাকি সাত জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
আজ রবিবার চাঁদপুরের সিভিল সার্জন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
কিন্তু, করোনা শনাক্ত হওয়া ওই আট জনের কারো করোনা উপসর্গ ছিল না। এদের ছয় জনকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি দুজনকে শহরের একটি আবাসিক হোটেলকে আইসোলশেন ইউনিট করে সেখানে রাখা হয়েছে।
করোনা আক্রান্ত এক এসআই বলেন, ‘গত সোমবার আমার হালকা জ্বর মনে হওয়ায় আমি চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দিয়ে আসি। তবে আক্রান্ত অন্য পুলিশ কর্মকর্তা বা কনস্টেবলদের কোনো উপসর্গ ছিল না। আমরা এখন আইসোলেশনে পুরোপুরি ভাল আছি। পুনরায় পরীক্ষা ও কোয়ারেন্টিন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে।’
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কমকর্তা) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘চাঁদপুর সদরে যারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এমন ব্যক্তি বা আত্মীয় স্বজনের কন্ট্রাক ট্রেসিং যাওয়ার কোনো না কোনোভাবে যাওয়ার কারণে হয়তো তারা আক্রান্ত হয়েছেন। তবে আমাদের সুরক্ষা সামগ্রীর অভাব নেই। তবে, মানসম্মত ব্যারাক এবং আবাসনের অভাব আছে।’
চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘সারাদেশে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছে। এজন্য চাঁদপুর মডেল থানার ২২ জন পুলিশ সদস্য করোনা নমুনা দেন। এদের মধ্যে যে আট জনের পজিটিভ পাওয়া গেছে তাদের কারো সাইড সিমটম ছিল না, এখনও নেই। সবাই ভাল আছেন। তবে পজিটিভ হওয়া কারণে আমরা তাদের আইসোলেশনে নিয়েছি।’
Comments