সাভারে আরও ১৭ জনের করোনা শনাক্ত
সাভারে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার ৬১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৮৩ জনে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৩ এপ্রিল সাভার উপজেলাকে লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশসান। তখন সাভার উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছিল, রাজধানীসহ সাভারের আশপাশের উপজেলা ও জেলায় লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এসব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাদের সংস্পর্শে সাভারের লোকজনও ঝুঁকিতে পড়ছেন। এ কারণে সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments