যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আনন্দনগর বিলের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধলগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাস দেবনাথ অভিরাম বলেন, ‘রবিবার রাতে কয়েকজন কৃষক মাঠে ধান দেখতে যান। সেসময় তারা ঝোপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে প্রথমে আমাকে খবর দেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়ে পুলিশকে সংবাদ দিই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আজ সকালে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments