হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় করোনার উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গতরাত ১১টায় পৌর এলাকার রান্ধুনীমুড়ায় নিজ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জানা যায়, ওই বৃদ্ধা শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বর নিয়ে গতকাল দুপুরে মতলব আইসিডিডিআরবিতে ভর্তি হন। সেখানকার চিকিৎসক ওই বৃদ্ধার শরীরে করোনার উপসর্গ রয়েছে বুঝতে পেরে স্বজনদের পরামর্শ দেন তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার। কিন্তু তার পরিবার তথ্য গোপন রেখে রোগীকে চাঁদপুরের না এনে গোপনে বাড়ি নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

এ খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন। রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মৃতের নমুনা সংগ্রহ করা হয়। পরে রাতেই ইসলামিক ফাউন্ডেশন তার দাফনের ব্যবস্থা করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতি বলেন, ‘আমরা মৃত বৃদ্ধার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি।’

চাঁদপুরে সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজ সোমবার দুপুর পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২৬ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৫ জন, কচুয়ায় ২ জন, হাইমচরে ২ জন এবং শাহরাস্তিতে ২ জন রয়েছেন। মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

Comments

The Daily Star  | English

Liverpool forward Diogo Jota dies in car crash in Spain: report

The Portuguese married Rute Cardoso on 22 June 2025, just 10 days before his death

1h ago