অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা অপরিবর্তিত

prof._anisuzzaman
অধ্যাপক আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭-১৪ মে ২০২০)। ছবি: স্টার ফাইল ফটো

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা আজ সোমবার সকাল পর্যন্ত অপরিবর্তিত আছে বলে জানিয়েছে তার পরিবার।

গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইমেরিটাস অধ্যাপককে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার ছেলে আনন্দ জামান দ্য ডেইলি স্টারকে জানান, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি ৮৩ বছরের এই অধ্যাপক কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন।

আনন্দ জামান বলেন, ‘বাবার শারীরের অবস্থা আগের মতোই আছে।’

এর আগে, গতকাল বিকেলে তিনি বলেছিলেন যে, ‘বাবার অবস্থা উদ্বেগজনক থেকে আশঙ্কাজনক পরিস্থিতির দিকে রূপ নিচ্ছে। চিকিৎসকরা ভালো প্রত্যাশার কথা জানালেও, তা হচ্ছে না।’

Comments